• ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫, ১৫:৩৬ অপরাহ্ণ
তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাষ্ট্রপক্ষ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে। বুধবার (১৯ মার্চ) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, আপিলের শুনানি আজই হতে পারে।
গত বছরের ১ ডিসেম্বর, বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানসহ অন্য আসামিদের খালাস দেন। অথচ ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার একটি আদালত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে লন্ডনপ্রবাসী তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন এবং প্রায় ৩০০ জন আহত হন। ওই হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পান। হামলার পরপরই মামলা দায়ের করা হয়, যা দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্য দিয়ে চলমান রয়েছে।