বাংলাদেশে উচ্চ রক্তচাপ এখন এক বড় জনস্বাস্থ্য সমস্যা। প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হলেও, নিয়মিত চিকিৎসা ও ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে পারছে মাত্র প্রতি সাতজনের একজন। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের সহজলভ্যতা না থাকলে এ রোগের প্রকোপ আরও বাড়বে।
সম্প্রতি “বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়” শীর্ষক এক অনলাইন কর্মশালায় এই তথ্য জানানো হয়। প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন গণমাধ্যমের ২২ জন সাংবাদিক অংশ নেন। আলোচনায় বলা হয়, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। তাই টেকসই অর্থায়নের মাধ্যমে সব কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ওষুধ সরবরাহ জরুরি।
কর্মশালায় জানানো হয়, সরকারের ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ সম্প্রতি অসংক্রামক রোগ প্রতিরোধে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদনেও প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে অত্যাবশ্যক ওষুধ সরবরাহের সুপারিশ করা হয়েছে। কিন্তু বর্তমানে স্বাস্থ্য বাজেটে এ খাতে বরাদ্দ মাত্র ৪.২ শতাংশ। ফলে ওষুধ সরবরাহে ঘাটতি রয়ে গেছে। বক্তারা জোর দিয়ে বলেন, উচ্চ রক্তচাপের প্রকোপ কমাতে ধারাবাহিক অর্থায়ন ও সমন্বিত উদ্যোগ ছাড়া কোনো বাস্তব পরিবর্তন আসবে না।