• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বকালের সেরার পুরস্কার পেলেন রোনালদো

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ১৯:৩২ অপরাহ্ণ
সর্বকালের সেরার পুরস্কার পেলেন রোনালদো
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আরেকটি অনন্য স্বীকৃতি পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার (১০ সেপ্টেম্বর) তাকে দেওয়া হয়েছে সর্বকালের সেরা খেলোয়াড়ের পুরস্কার । এই সম্মানজনক স্বীকৃতি দিয়েছে পর্তুগিজ ফুটবল লিগ।
দেশের জার্সিতে রোনালদোর অবদান কিংবদন্তির মতোই। ২২৩ ম্যাচে ১৪১ গোল করে তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। ইউরো ও ন্যাশনস লিগের শিরোপা জয়ের পেছনেও তার ছিল অসাধারণ ভূমিকা। লিগ পর্তুগাল এক বিবৃতিতে জানায়, রোনালদো শুধু পরিসংখ্যানেই নয়, তার পরিশ্রম, লড়াই করার মানসিকতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে সর্বকালের সেরা বানিয়েছে।
যদিও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারেননি, ভিডিও বার্তায় কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সতীর্থ, কোচ ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে রোনালদো বলেন, দেশের হয়ে কোনো কিছু জেতা সবসময়ই তার কাছে সবচেয়ে বড় গর্ব। সম্প্রতি তিনি আরও এক রেকর্ডের কাছে পৌঁছেছেন—বিশ্বকাপ বাছাইয়ে ৩৯ গোল করে সমতায় আছেন গুয়াতেমালার কার্লোস রুইজের সঙ্গে। আর একটি গোলই তাকে এককভাবে শীর্ষে তুলে দেবে।