• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাই-প্রোফাইল ফুটবলারদের মানসিক স্বাস্থ্য এখনো ট্যাবু বললেন এমবাপ্পে

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ২০:৪৪ অপরাহ্ণ
হাই-প্রোফাইল ফুটবলারদের মানসিক স্বাস্থ্য এখনো ট্যাবু বললেন এমবাপ্পে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বলেছেন, বিশ্বের হাই-প্রোফাইল ফুটবলারদের কাছে মানসিক স্বাস্থ্য এখনো বেশিরভাগ সময় ট্যাবু। শুধু খেলার দিকে মন না রেখে, খেলোয়াড়দের মানসিক সুস্থতার বিষয়েও সচেতন হওয়া প্রয়োজন। তিনি এই মন্তব্য করেছেন ফ্রান্সের জনপ্রিয় ম্যাগাজিন লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে।
এমবাপ্পে জানান, ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি ও আন্তর্জাতিক ম্যাচের চাপের কারণে খেলোয়াড়দের বিশ্রামের সময় কমে যাচ্ছে। বড় আসরে দলের ওপর প্রত্যাশা বেশি থাকায় নতুন মৌসুমে খেলোয়াড়রা যথেষ্ট সময় পাচ্ছে না। এমবাপ্পে মনে করেন, ম্যাচ হারে বা সমালোচনার মুখে খেলোয়াড়দের মানসিক চাপ বাড়ানো উচিত নয়। তিনি বলেন, “একজন খেলোয়াড়ের জন্য মানসিক স্বাস্থ্যকে ট্যাবু বানানো ঠিক নয়। খোলা মনে আলোচনা করা গেলে এই বিষয়কে স্বাভাবিকভাবে দেখা যেত।”
তিনি আরও জানান, পারফরম্যান্স কম হলে নিজেই আত্ম-সমালোচনার মাধ্যমে তা সংশোধন করেন। সমালোচকদের প্রতিক্রিয়া নিয়ে ভয় পান না, বরং নিজের উপর নিয়ন্ত্রণ রাখেন। এমবাপ্পে বলেন, “আমি কখনো ব্যর্থতাকে মানি না। মানুষ তিরস্কার করলেও আমি নিজের ভুল নিজে দেখছি এবং শুধরে নিচ্ছি। এভাবে মানসিক চাপ খেলায় কম প্রভাব ফেলে।” পাশাপাশি, সম্প্রতি রিয়াল ওবেইদারের এক সমর্থকের বর্ণবাদী আচরণের জন্য আদালতের মাধ্যমে শাস্তি নির্ধারণ করা হচ্ছে।