• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শরীরে পানি জমা হতে পারে বড় রোগের ইঙ্গিত

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ২১:৩৭ অপরাহ্ণ
শরীরে পানি জমা হতে পারে বড় রোগের ইঙ্গিত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
হঠাৎ করে শরীর ফুলে যাওয়া বা হাত-পায়ে পানি জমা দেখা দিলে সেটাকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। এটি সাধারণত শরীরে পানি জমার কারণে ঘটে, কিন্তু মাঝে মাঝে এটি গুরুতর কোনো অসুখের লক্ষণও হতে পারে। তাই শুধুই চোখ বন্ধ করে ফেলে রাখা উচিত নয়।
শরীরে পানি জমার কারণ বিভিন্ন হতে পারে। হার্টের সমস্যা হলে যেমন হৃদযন্ত্রের কার্যকারিতা কমে গেলে পায়ে, পেটে বা বুকে পানি জমে। এসব ক্ষেত্রে রোগী উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও ক্লান্তি অনুভব করতে পারেন। লিভারের সমস্যা, যেমন সিরোসিস বা হেপাটাইটিস, পেটে ও পায়ে পানি জমার সঙ্গে হলুদ প্রস্রাব, অরুচি, বমি বমি ভাবের মতো লক্ষণও থাকতে পারে। কিডনির সমস্যার কারণে মুখ, পায়ে ও বুকে পানি জমতে পারে; এমন রোগীরা ফেনা ফেনা প্রস্রাব, কম প্রস্রাব বা ঘন সরিষার তেলের মতো রঙের প্রস্রাব লক্ষ্য করতে পারেন। এছাড়া রক্তে প্রোটিন কমে গেলে এবং থাইরয়েড হরমোনের ঘাটতি থাকলেও শরীরে পানি জমে।
কিছু ক্ষেত্রে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও এই সমস্যার কারণ হতে পারে। ব্যথার ওষুধ বা উচ্চ রক্তচাপের কিছু ওষুধ পায়ে পানি আনতে পারে। তাই যেকোনো পানি জমার সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডাক্তার রোগীর ইতিহাস ও শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে নির্ণয় করবেন। প্রয়োজন হতে পারে রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, বুকের এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রাম বা হার্টের ইকোকার্ডিওগ্রাম। সময়মতো চিকিৎসা নিলে সমস্যার বড় রূপ নেওয়ার সম্ভাবনা কমে যায়।