• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু মোকাবিলায় নতুন কৌশল

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ২০:৪৪ অপরাহ্ণ
ডেঙ্গু মোকাবিলায় নতুন কৌশল
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসা আরও দ্রুত ও কার্যকর করতে স্বাস্থ্য অধিদফতর নতুন নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জারি হওয়া এই নির্দেশনায় জরুরি ওয়ার্ড খোলা থেকে শুরু করে বিশেষ টিম গঠন পর্যন্ত নানা দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রাখতে হবে এবং প্রয়োজনে আইসিইউ সেবা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত ওষুধ, এনএস-১ টেস্ট ও জরুরি চিকিৎসা সুবিধা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে মেডিসিন, শিশু ও অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে একটি সমন্বিত বোর্ড গঠনের কথা বলা হয়েছে, যাদের অধীনে নির্দিষ্ট চিকিৎসক দল শুধু ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসা করবে। বহির্বিভাগে আগত সন্দেহভাজন রোগীদেরও আলাদা কক্ষে একই টিমের অধীনে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া হাসপাতালের চারপাশে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা বলা হয়েছে। প্রতি শনিবার সকাল ১০টায় হাসপাতাল পরিচালক, তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের নেতৃত্বে সমন্বয় সভা করার বাধ্যবাধকতাও উল্লেখ করা হয়েছে। চলতি বছর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১৫৫ জন মারা গেছেন বলে জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন মৌসুমি নয়, সারা বছরব্যাপী ঝুঁকি তৈরি করছে। তাই মশা নিয়ন্ত্রণ, প্রচারাভিযান এবং জনগণের সচেতনতা—এই তিনকেই একসাথে জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।