মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। এবারও নতুন ফরম্যাটে হবে প্রতিযোগিতা। প্রথম রাতেই মাঠে নামছে জায়ান্ট ক্লাবগুলো—রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, টটেনহ্যাম, জুভেন্টাস। সান মামেসে আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আতলেতিক বিলবাও এবং আর্সেনাল।
আর্সেনাল গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে রিয়ালকে হারিয়ে চমক দেখিয়েছিল। অন্যদিকে ১০ বছর পর আবার ইউসিএলে ফিরছে বিলবাও। তবে রাতের সবচেয়ে বড় আলোচনার নাম রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অলিম্পিক মার্শেইয়ের মুখোমুখি হবে শাভি আলোনসোর দল। জয় পেলে ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ২০০ জয়ের রেকর্ড গড়বে তারা। সেইসঙ্গে প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠাতে পারলেই ৭০০ গোলের মাইলফলকও ছুঁয়ে ফেলবে লস ব্লাঙ্কোস। যদিও ইনজুরিতে রুডিগার, মেন্ডি ও এন্দ্রিককে হারাচ্ছে রিয়াল, তবে জুড বেলিংহাম আর কামাভিঙ্গার ফেরা দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস।
রাতের আরেক ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। সিরি আ’য় দুর্দান্ত ফর্মে থাকা ইতালিয়ান জায়ান্টরা ইউসিএলেও একই ছন্দ ধরে রাখতে চায়। ভ্লাহোভিক, লোকাতেল্লি, থুরামদের নিয়ে সাজানো দল নিয়ে আশাবাদী কোচ টিউডোর। তবে ডর্টমুন্ডের শক্ত রক্ষণ আর গোছানো মিডফিল্ড যে বড় বাধা হতে যাচ্ছে, তা বলাই যায়। পরিসংখ্যানও জুভদের পক্ষে—চার দেখায় তিন জয় তাদের, আর একবার মাত্র জিতেছে ডর্টমুন্ড। সব মিলিয়ে প্রথম রাতেই ইউরোপ জুড়ে জমে উঠছে ইউসিএলের উত্তাপ।