• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে প্রাণহারালেন আরও পাঁচজন

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫, ২০:০২ অপরাহ্ণ
ডেঙ্গুতে প্রাণহারালেন আরও পাঁচজন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
দেশে ডেঙ্গুর পরিস্থিতি আবারও ভয়াবহ আকার নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২২ জন রোগী। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত মোট ১৬১ জন প্রাণ হারিয়েছেন এবং আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়ে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় যথাক্রমে ১০০ ও ৯৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে ১৩১ জন, চট্টগ্রামে ৯৮ জন, রাজশাহীতে ৫১ জন, ময়মনসিংহে ১৯ জন এবং খুলনায় ১৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুরে ৬ জন রোগীর খবর পাওয়া গেলেও সিলেটে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। একই সময়ে ৫০৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, যা সামগ্রিকভাবে আক্রান্ত-সুস্থতার ভারসাম্যে সামান্য স্বস্তি যোগাচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদফতর বিশেষ নির্দেশনা জারি করেছে। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ ওয়ার্ড চালু, জরুরি চিকিৎসা টিম গঠন, পর্যাপ্ত ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি হাসপাতালে নিয়মিত সমন্বয় সভা এবং চারপাশে মশা নিধন অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর মৌসুমি নয়, সারা বছরই এর ঝুঁকি রয়ে গেছে। তাই প্রতিরোধে সচেতনতা, পরিচ্ছন্নতা এবং নিয়মিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো ছাড়া কোনো বিকল্প নেই।