• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বারবার পানির তৃষ্ণার কারন হতে পারে ভয়ংকর রোগ

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১৯:৩০ অপরাহ্ণ
বারবার পানির তৃষ্ণার কারন হতে পারে ভয়ংকর রোগ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
অনেকেই বারবার পানি পিপাসা পাওয়াকে স্বাভাবিক ভেবে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত তৃষ্ণা বা পলিডিপসিয়া (Polydipsia) কোনো সাধারণ বিষয় নয়। এমনকি পর্যাপ্ত পানি পান করার পরও যদি মুখ শুকনো থাকে, শরীরে অস্বাভাবিক ক্লান্তি অনুভূত হয় এবং প্রস্রাবের চাপ বাড়ে, তবে সেটি জটিল রোগের ইঙ্গিত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস ইনসিপিডাসে আক্রান্ত রোগীদের মধ্যে ধরনের লক্ষণ বেশি দেখা যায়। রক্তে শর্করা বেড়ে গেলে বা কিডনি সঠিকভাবে পানি ধরে রাখতে না পারলে শরীরে পানির ভারসাম্য নষ্ট হয়। পাশাপাশি কিডনির অন্যান্য সমস্যা, মানসিক অসুস্থতা কিংবা অ্যান্টিডিউরেটিক হরমোন (ADH) কম উৎপাদনের ফলেও পলিডিপসিয়া দেখা দিতে পারে। এতে ওজন কমে যাওয়া, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, নিম্ন রক্তচাপ, দ্রুত হৃদস্পন্দন, মাথাব্যথা এবং ডিহাইড্রেশনের মতো জটিলতা তৈরি হয়।
চিকিৎসকরা সতর্ক করে বলেন, এই রোগীরা প্রতিদিন লিটার পানি পান করার পরও তৃষ্ণার্ত থাকেন। চোখমুখ শুকিয়ে যায়, মনোযোগ কমে যায়। এমনকি দৈনিক প্রস্রাবের পরিমাণ যদি . লিটার ছাড়িয়ে যায়, তবে তা বিপদের সংকেত হতে পারে। তাই অতিরিক্ত তৃষ্ণাকে হালকাভাবে না নিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।