• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হার্নিয়া হলে যা করণীয়

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ২০:০৬ অপরাহ্ণ
হার্নিয়া হলে যা করণীয়
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
হার্নিয়া এমন এক সমস্যা, যা অবহেলা করলে মারাত্মক জটিলতায় রূপ নিতে পারে। তাই প্রথমে বুঝে নিতে হবে এর প্রাথমিক লক্ষণগুলো এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে। সাধারণত পেট বা কুঁচকির আশেপাশে ফুলে ওঠা কিংবা দাঁড়ালে ও ভার তুললে গোটাটা বড় হয়ে যাওয়া এ রোগের মূল লক্ষণ। শোয়ার পর বা চাপ দিলে গোটাটা ভেতরে ঢুকে যেতে পারে, আবার অনেক সময় ব্যথা বা অস্বস্তিও অনুভূত হয়।
বিশেষজ্ঞদের মতে, হার্নিয়ার একমাত্র স্থায়ী সমাধান হলো অপারেশন। ওষুধ, মালিশ বা ঘরোয়া চিকিৎসায় এর স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই রোগ ধরা পড়লে সময় নষ্ট না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। পাশাপাশি খেয়াল রাখতে হবে—নিজে হাতে বারবার গোটাটা ভেতরে ঢোকানোর চেষ্টা করা যাবে না, ভারী জিনিস তোলা থেকে বিরত থাকতে হবে এবং কাশি, কোষ্ঠকাঠিন্য কিংবা অতিরিক্ত চাপ তৈরি করে এমন অভ্যাস এড়িয়ে চলতে হবে।
তবে কিছু জরুরি অবস্থা দেখা দিলে আর দেরি না করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যেতে হবে। যেমন—হঠাৎ গোটাটা শক্ত হয়ে ব্যথা শুরু হলে, গোটাটা আর ভেতরে না গেলে বা বমি, পেট ফাঁপা, মল-মূত্র বন্ধ হয়ে গেলে। এগুলো হার্নিয়ার গুরুতর জটিলতার লক্ষণ, যা দ্রুত চিকিৎসা ছাড়া জীবনহানির ঝুঁকি তৈরি করতে পারে।