• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে প্রান হারালেন আরও ২ জন

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫, ১৯:২৩ অপরাহ্ণ
ডেঙ্গুতে প্রান হারালেন আরও ২ জন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৪২ হাজার ৫০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। সর্বশেষ মৃতদের মধ্যে একজন বরিশাল বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
প্রসঙ্গত, গত বছর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজারের বেশি মানুষ এবং মৃত্যুবরণ করেছিলেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ—তখন মারা যান এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হন তিন লাখেরও বেশি মানুষ।