• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে প্রান হারাল আরও ৩ জন

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ২১:১২ অপরাহ্ণ
ডেঙ্গুতে প্রান হারাল আরও ৩ জন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৩ জন, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৫ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকা এবং বরিশাল বিভাগে একজন করে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতেই সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে—শুধু ঢাকা বিভাগেই ভর্তি হয়েছেন ১৫৬ জন। এছাড়া বরিশালে ১১৬ জন, চট্টগ্রামে ৯৮ জন, উত্তর সিটিতে ১২১ জন, দক্ষিণ সিটিতে ৯৫ জন, রাজশাহীতে ৫৭ জন, খুলনায় ৩৯ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ১৪ জন এবং সিলেটে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে, রবিবার (২৮ সেপ্টেম্বর) ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর এ পর্যন্ত দেশে মোট ১৯৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই রোগ। আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।