• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গলার ক্যানসারের সতর্ক সংকেত ও করণীয়

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ১৯:৫৭ অপরাহ্ণ
গলার ক্যানসারের সতর্ক সংকেত ও করণীয়
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ক্যানসার এমন এক রোগ, যার নাম শুনলেই ভয় চেপে বসে। বিশেষ করে গলার ক্যানসার নীরবে শরীরে বাসা বাঁধে এবং দেরিতে ধরা পড়ে। অথচ শুরুতেই সচেতন হলে অনেকটা ঝুঁকি এড়ানো সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে গলা ব্যথা থাকা, খাবার গিলতে বা শ্বাস নিতে সমস্যা হওয়া, স্বর ভেঙে যাওয়া কিংবা শ্বাস-প্রশ্বাসের সময় অস্বাভাবিক শব্দ হওয়া গলার ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে। এছাড়া কাশি বা বমির সঙ্গে রক্ত আসা, গলায় চাকা দেখা দেওয়া কিংবা হঠাৎ দ্রুত ওজন কমে যাওয়া – এগুলোও চিন্তার বিষয়। এসব লক্ষণ এক সপ্তাহের বেশি স্থায়ী হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
গলার ক্যানসার প্রতিরোধে তামাক ও মদ থেকে দূরে থাকা জরুরি। প্রাথমিক অবস্থায় বায়োপসি করে রোগ নির্ণয় করা সম্ভব এবং অপারেশন, রেডিয়েশন বা কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা যায়। তবে দেরি করলে ক্যানসার পুরো শরীরে ছড়িয়ে জীবনহানির ঝুঁকি বাড়ায়। তাই গলার সাধারণ সমস্যা মনে করে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ।