ঘরে–বাইরে কষ্ট বুকে নিয়েই অবশেষে চলে গেলেন।তোফায়েল আহমেদ, তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে কিছুক্ষণ আগে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন। তবে ডাক্তাররা এখনো কোন কিছু ঘোষণা করেননি।তার প্রথম নামাজে জানাজা ভোর ৫ টায় ধানমন্ডি তাকওয়া মসজিদে হবে। ভোলায় দ্বিতীয় নামাজে জানাজার পর মায়ের কবরে দাফন করা হবে।
তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছেন৷ একপর্যায়ে তিনি চলাচলের ক্ষমতা ও বাকশক্তি হারিয়ে ফেলেন। তিনি গত কয়েক বছর ধরে হুইল চেয়ারে চলাচল করছেন। গত কয়েক মাস ধরে তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।