আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ও দৈনিক বরিশালের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডা. মো. নজরুল ইসলাম এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. আমিরুল ইসলামের মা খাদিজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় বিআরইউ’র সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।