তরিকুল ইসলাম টিটু ছিলেন একজন সত্যিকারের সংগঠক, সাহসী যোদ্ধা এবং মানবিক মানুষ। রাজনীতি ও সমাজসেবায় তাঁর আন্তরিকতা, নিষ্ঠা ও ভালোবাসা তাঁকে এলাকাবাসীর হৃদয়ে স্থায়ী স্থান দিয়েছে। তাঁর হাসি, নম্রতা এবং উদার স্বভাব সবাইকে মুগ্ধ করতো। টিটু শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না; তিনি সাহস, ভালোবাসা এবং মানবিকতার প্রতীক ছিলেন। যে পরিস্থিতিতেই দেখা হতো, তিনি সবাইকে আপন করে নিতেন।
দীর্ঘদিনের আমাদের প্রিয় সহযোদ্ধা ও প্রিয় ছোট ভাই বরিশাল সিটি কর্পোরেশন এর ২৭ নং ওয়ার্ডের আমাদের সকলের প্রিয় মুখ তরিকুল ইসলাম টিটু ৩ নভেম্বর না ফেরার দেশে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্মৃতি ও আদর্শ চিরকাল আমাদের অনুপ্রেরণার আলো হয়ে থাকবে।
টিটুর মৃত্যুতে বরিশালের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সদয় মন, আলিঙ্গন করার সহজ সরলতা এবং শ্রদ্ধার সাথে সবাইকে সঙ্গে সময় কাটানোর নরম মেজাজ কখনো ভুলে যাওয়ার নয়। তাঁর সংস্পর্শে যারা এসেছেন, তারা জানেন তিনি কতটা ভালো মনের মানুষ ছিলেন। আজ আমরা প্রার্থনা করি, “তুমি যেখানে থাকো, ভালো থেকো। মহান আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুক।” মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করে পরিবার, সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীরা সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।