বাংলা কিশোর সাহিত্যের কিংবদন্তি লেখক, তিন গোয়েন্দা সিরিজের স্রষ্টা রকিব হাসান আর নেই। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর।
১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে ফেনীতে। লেখালেখির প্রতি অনুরাগ থাকলেও প্রথম জীবনে তিনি নানা চাকরিতে যুক্ত ছিলেন, তবে অফিস জীবনের বাঁধাধরা নিয়ম তাকে টানেনি। অবশেষে লেখালেখিকেই জীবনের ধ্রুবপথ হিসেবে বেছে নেন। তার প্রথম বই প্রকাশিত হয় ছদ্মনামে, আর স্বনামে প্রকাশিত প্রথম অনুবাদগ্রন্থ ছিল ব্রাম স্টোকারের ড্রাকুলা। পরবর্তীতে তিনি অনুবাদ করেন অ্যারাবিয়ান নাইটস, টারজানসহ বহু জনপ্রিয় ক্লাসিক।
বাংলা কিশোর সাহিত্যে তার অবদান অনন্য। তিন গোয়েন্দা সিরিজের মাধ্যমে তিনি এক প্রজন্মের কল্পনাজগৎ বদলে দিয়েছেন। সিরিজটির মোট বইয়ের সংখ্যা ১৬০, পাশাপাশি লিখেছেন তিন বন্ধু ও গোয়েন্দা কিশোর মুসা রবিন সিরিজও। কিশোর পাঠকদের কাছে তিনি শুধু একজন লেখক নন, ছিলেন এক অনুপ্রেরণা—যিনি রহস্য, রোমাঞ্চ আর বুদ্ধির লড়াইকে বাংলা সাহিত্যে নতুনভাবে উপস্থাপন করেছিলেন। তার প্রস্থান কিশোর সাহিত্যের আকাশে এক শূন্যতার সৃষ্টি করল, যা পূরণ হওয়ার নয়।