১১ বছরেও চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫, ১৭:৫৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
উপকূলীয় জেলা পটুয়াখালীর মানুষের আধুনিক চিকিৎসার একমাত্র আশ্রয় হওয়ার কথা ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু প্রতিষ্ঠার ১১ বছর পরও হাসপাতালটি পুরোপুরি চালু না হওয়ায় সেই প্রত্যাশা অপূর্ণই রয়ে গেছে। কোটি কোটি টাকা ব্যয়ে তিন দফা সময় বাড়িয়েও এখনো শেষ হয়নি নির্মাণকাজ, ফলে রোগীদের ভরসা এখনো পুরোনো ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।
সরেজমিনে দেখা যায়, ২৫০ শয্যার জায়গায় প্রতিদিন প্রায় ৮০০ রোগী চিকিৎসা নিচ্ছেন, যেখানে ওয়ার্ড ও করিডোরে জায়গা সংকুলান না হওয়ায় অনেকেই বাধ্য হয়ে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। শিশু ওয়ার্ডে ৪০ শয্যার স্থলে চিকিৎসাধীন ২০০ শিশু, সার্জারি ও গাইনিওয়ার্ডেও একই অবস্থা। রোগীরা জানাচ্ছেন, পর্যাপ্ত বেড, বাতাস বা আলোর ব্যবস্থা না থাকায় চরম কষ্টের মধ্যে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। এতে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে।
২০১৪ সালে সরকার ৫০০ শয্যার নতুন হাসপাতাল নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়, যার ব্যয় ধরা হয় ৫৪৬ কোটি টাকা। কিন্তু ভূমিগ্রহণ জটিলতা ও করোনা মহামারির কারণে তিন দফা সময় বাড়িয়ে এখন লক্ষ্য ২০২৬ সালের জুন। ইতিমধ্যে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬৫১ কোটি টাকায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, কাজের অগ্রগতি প্রায় ৯৩ শতাংশ, তবে বিদ্যুৎ সংযোগসহ কিছু কাজ এখনো বাকি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের জুনের মধ্যেই হাসপাতালটি চালু হওয়ার আশা করা হচ্ছে।