মহান আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব—আশরাফুল মাখলুকাত। কিন্তু আফসোসের বিষয়, এই সেরা সৃষ্টি মানুষই ভুল, অবহেলা, লোভ, মোহ ও নৈতিক অবক্ষয়ের কারণে ধীরে ধীরে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আজ আমি মানুষের ধ্বংসের প্রধান তিনটি কারণ নিয়ে আলোচনা করব- নেশা, পরকীয়া, এবং ভুল রাজনীতি। ১. নেশা—ধ্বংসের প্রথম ও বড় কারণ
নেশা মানে শুধু মাদক নয়; নেশার রয়েছে বহু রূপ, বহু ফাঁদ। প্রথমত আসে মাদক-নেশা। বন্ধুদের সাথে একটু মজা, সামান্য কৌতূহল- এভাবেই শুরু হয় অন্ধকারে নামার পথচলা। যে কিশোর-কিশোরী, যে তরুণ-তরুণী জীবনের শ্রেষ্ঠ সময়টি আত্মগঠনে ব্যয় করার কথা, তারা আজ মাদকের কবলে পড়ে ধ্বংস করে দিচ্ছে নিজের ভবিষ্যৎ, চরিত্র, স্বাস্থ্য এবং পরিবারকে। দ্বিতীয়ত আসে জুয়া-নেশা। আগে যেখানেই জুয়া ছিল টেবিল আর তাসের মাঝে, আজ সেখানে জায়গা নিয়েছে স্মার্টফোন। অনলাইন বেটিং, ক্যাসিনো গেম, লোভনীয় অফার- সব মিলিয়ে মানুষকে প্রতিদিন টেনে নিচ্ছে গভীর অন্ধকারে। অর্থের লোভে শুরু হওয়া এই নেশা শেষ পর্যন্ত গ্রাস করছে। মানুষের মানসিক শান্তি, পরিবার এবং সম্মান। নেশা একা মানুষকে নয়, ধ্বংস করে তার পরিবার, সম্পর্ক ও সমাজের ভিত্তিকেও। ২. পরকীয়া-পরিবার ধ্বংসের নীরব আগুন
পরকীয়া এমন একটি আগুন, যা নীরবে নিভৃতে শুরু হয়, কিন্তু শেষে পুড়িয়ে ছাই করে দেয় একটি মানুষের জীবন। বিভিন্ন কারণে- মানসিক দুর্বলতা, লোভ, ভোগবিলাস, অসংযম, এমনকি সামান্য অসতর্কতার কারণেও একজন নারী বা পুরুষ ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে। ফলাফল? হারায় নিজের সম্মান, হারায় চরিত্র, ভেঙে যায় সংসার, নষ্ট হয় সন্তানের ভবিষ্যৎ, এবং শেষ পর্যন্ত মানুষ নিজেই হয়ে যায় নিজের ধ্বংসের কারণ। ইতিহাস বলে- নারীর আকর্ষণে বহু সম্রাট পরাজিত হয়েছে, আবার পুরুষের লালসায় হারিয়েছে বহু নারীর সম্ভ্রম ও সুখের সংসার। পরকীয়া এক মুহূর্তের আনন্দে আজীবনের অশান্তি বয়ে আনে। ৩. রাজনীতির অপব্যবহার- জীবন ধ্বংসের আরেকটি পথ।
রাজনীতি সেবার পথ। কিন্তু দুঃখের বিষয়, আজ অনেকেই রাজনীতিকে ব্যবহার করছে প্রতিহিংসা, ক্ষমতার লড়াই, হিংসা ও বিভাজনের অস্ত্র হিসেবে। আজ দেশের রাজনীতিতে— মানুষ হারাচ্ছে নিজের মূল্যবান সময়, ক্ষতি হচ্ছে কষ্টার্জিত অর্থের, নষ্ট হচ্ছে পরিবার ও সামাজিক শান্তি। রাজনীতি দিয়ে পথচলা শুরু হলেও, ভুল রাজনীতির কারণে শেষমেশ অনেকেই ডুবে যায় অন্ধকারে। ক্ষমতার স্বপ্ন একসময় পরিণত হয় অশান্তি, ভয়, দুঃখ এবং ধ্বংসের বাস্তবতায়। সর্বশেষ উপলব্ধি, একজন মানুষকে ধ্বংস করতে হলে এই তিনটির যেকোনো একটি-ই যথেষ্ট। নেশা, পরকীয়া, ভুল রাজনীতি।
আর সবচেয়ে বড় সত্য হলো- আমরা শুধু অজ্ঞানতার কারণে ধ্বংস হই না, বরং অনেক সময় জেনেও, বুঝেও, নিজের মোহ ও ভুল সিদ্ধান্তের কারণে নিজেই নিজের জীবন ধ্বংস করি। তাই আসুন নিজেকে সচেতন করি, পরিবারকে রক্ষা করি, সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাই, এবং ধ্বংসের এই তিন পথ থেকে দূরে থাকি।