
বঙ্গবন্ধু
মামুন মোয়াজ্জেম
যদি কেউ বলে সত্যের উপর বাঁচো
সত্যকে করো পরম ধর্ম
তবে পিতা তোমার স্মরণ নেবো
যদি কেউ বলে মানুষে বিলীন হও
মানুষে করো সর্বস্বার্থ ত্যাগ
তবে পিতা তোমাতেই ফিরবো বারবার
তুমি বাংলার অবিনাশী বাতাসের সুর
প্রবল প্রতাপ মেঘের গর্জন
ডেকে যাও চির সংগ্রামে নিপীড়িতের দুখের রাতে
যদি কেউ বলে দেশের জন্যে লড়ো
দেশপ্রেম সর্বোচ্চ প্রেম
তবে পিতা তোমার দীক্ষা নেবো
তোমারই তর্জনী হতে বিদ্যুচ্চমক প্রেরণার দ্যুতি
আঁধার পথের উপর ছড়িয়ে নেবো।
২১.৬. ২০১৯ খ্রিঃ
Post Views:
৭৪