• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বজ্রকন্ঠ

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০, ০৮:০৮ পূর্বাহ্ণ
বজ্রকন্ঠ
সংবাদটি শেয়ার করুন...
বজ্রকন্ঠ 
আব্দুল গফফার খান 
বজ্রকন্ঠে হুংকার 
সাড়ে সাতকোটি বাঙালি উজ্জীবিত কবির স্লোগানে। 
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম.......। 
সে কোনো সাধারণ মানুষ নয় 
কিন্তু সাধারণের কথা বলে।
 ব্যক্তি নয় তিনি সমষ্টির জন্য লড়ে 
তিনি এক আমি নয় বহু আমিতে রূপান্তিরত 
তিনি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। 
বহু লড়াই সংগ্রামে ছিন্ন করে বাঙালির অধিকার 
বুভুক্ষা মানুষের কান্নায় ব্যথিত হৃদয়
 স্বপ্নের বীজ বুনে দুখি মানুষের মুখে হাসি ফুটানোর 
বিশ্ব দরবারে বাঙালি জাতিকে যখন পর্বতশৃঙ্গে তুলে ধরার প্রাণপণ চেষ্টা 
তখনি রক্ত পিপাসু হায়েনা\র উল্লাস
 ঝাঝড়া করে দিল বাঙালির অহংকার 
রক্তের হলিখেলায় মেতে উঠল ৩২ নম্বর
 শোষিত জনতার হাহাকার। 
তোমার কন্ঠে তারুণ্যের শক্তি 
তোমার রক্তে উর্বর পঞ্চান্ন হাজার বর্গমাইল 
শোষিত জনতার হাহাকার 
পথিকৃত হয়ে থাকবে চিরঞ্জীব হে মুজিব। 
তাং ১৪.৮.২০ রাত:১০:১৮ মি.