Home শীর্ষ খবর বিএনপি-জামায়াতের আশ্রয়ে থাকায় জঙ্গি নির্মূল করা যাচ্ছে না: তথ্যমন্ত্রী

বিএনপি-জামায়াতের আশ্রয়ে থাকায় জঙ্গি নির্মূল করা যাচ্ছে না: তথ্যমন্ত্রী

দখিনের সময় ডেস্ক ‍॥
বিএনপি-জামায়াতের আশ্রয়ে থাকায় দেশ থেকে জঙ্গি নির্মূল করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ‘কোভিড কেবিন ব্লক’ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ অভিযোগ করেন। ২০০৫ সালের এদিনে দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রসঙ্গে বাংলাদেশে জঙ্গিবিরোধী অভিযানের প্রেক্ষাপটে এ অভিযোগ আনেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৫ সালের এদিনে দেশের ৬৩ জেলায় একযোগে ৫’শরও বেশি জায়গায় বোমা হামলা হয়েছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি-জামায়াত জোট সরকার তখন ক্ষমতায় ছিল। তাদের আশ্রয়-প্রশ্রয়ে জঙ্গিরা শাখা-প্রশাখা বিস্তার করেছিল। জঙ্গিরা শক্তিশালী হয়েছিল। জঙ্গিরা সেই শক্তি প্রদর্শন করার জন্যই তখন ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালিয়েছিল।’
জঙ্গিবিরোধী অভিযানের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জঙ্গি দমনে বিশ্বের অনেক দেশের চেয়ে অনেক বেশি সফলতা দেখিয়েছেন। আমরা জঙ্গি নির্মূল করতে পেরেছি, সেই দাবি করবো না। তবে জঙ্গি দমন করা সম্ভব হয়েছে। জঙ্গি নির্মূল করাও সম্ভব হতো যদি বিএনপি-জামায়াত তাদের আশ্রয়-প্রশ্রয় না দিত।’
‘একসময় বিএনপি-জামায়াত জোটে যারা ছিল, তাদের মধ্যে অনেকেই স্লোগান দিত- আমরা সবাই তালেবান, বাংলাদেশ হবে আফগান। তারা কিন্তু এখনও ২০ দলীয় ঐক্যজোটের মধ্যেই আছে। সুতরাং বিএনপি-জামায়াত যদি জঙ্গিদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না দিত, তাহলে জঙ্গিদের পুরোপুরি নির্মূল করা সম্ভব হতো।’
সরকার করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হয়েছি। শুরুতে যেভাবে আশঙ্কা করা হয়েছিল, করোনা ভাইরাসে হাজার হাজার মানুষ মারা যাবে, রাস্তায় মানুষের লাশ পড়ে থাকবে, হাসপাতালে শয্যা পাওয়া যাবে না- সেটা হয়নি। এ ধরনের অনেক আশঙ্কার কথা বিশেষজ্ঞরা বলেছিলেন। কথায় কথায় যারা সরকারের সমালোচনা করেন, তারাও বলেছিলেন। কিন্তু আল্লাহর রহমতে সেই পরিস্থিতি হয়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে, সংসদে বললেন প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: শেখ হাসিনা বলেছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে, তা সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশেও এর প্রভাব পড়বে। বিশেষ করে সামাজিক,...

‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক বিমানবন্দরে গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ‘কাচ্চি ভাই’ এর মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আগুনের ঘটনায় করা মামলায়...

আদালতে ট্রাম্প ও পর্ন তারকা ড্যানিয়েলস

দখিনের সময় ডেস্ক: ঢিলেঢালা কালো পোশাকে, পিছনে চুল বেঁধে আদালতে উপস্থিত হয়েছিলেন সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। ট্রাম্পের মুখোমুখি হলেও এসময় তাকে একবারও তাকাতে দেখা...

খাদ্যে ভেজাল রোধের পথ বাতলে দিলেন খাদ্যমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: খাদ্যে ভেজাল রোধে ভ্রাম্যমাণ বা স্থায়ী ল্যাবরেটরিতে খাদ্য পরীক্ষা করে কোনো লাভ হবে না সবার আগে মনের ল্যাবরেটরি পরিষ্কার করা দরকার বলে...

Recent Comments