• ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দায়ের করায় বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশালের নিন্দা

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২১, ০০:৩১ পূর্বাহ্ণ
সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দায়ের করায় বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশালের নিন্দা
সংবাদটি শেয়ার করুন...

খবর বিজ্ঞপ্তি ॥

বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল’র সহ সাধারণ সম্পাদক দৈনিক সকালের বার্তার প্রকাশক ও সম্পাদক শামীম হোসেন শেখ, তথ্য ও গবেষণা সম্পাদক ও দৈনিক বরিশালের আলোর প্রকাশক ও সম্পাদক মোস্তফা কামাল জুয়েল, দপ্তর সম্পাদক এবং দৈনিক বরিশালের কথার প্রকাশক ও সম্পাদক সাইদুর রহমান মাসুদ, অর্থ সম্পাদক ও দৈনিক আজকের তালাশের প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেন, দৈনিক সকালের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ বেলাল হোসেন শিকদার, বরিশাল সংবাদ ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক এবায়দুল হক তুহিন, বরিশাল সংগ্রাম ডট কমের সম্পাদক অনিক ইসলাম রানা’র বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রনোদিত অভিযোগ এনে মোকাম বরিশাল বিজ্ঞ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আইন ও নিয়ম ভঙ্গ করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫ ও ২৯ ধারায় ষড়যন্ত্রমুলকভাবে সাইবার পিটিশন মামলা করেন জনৈক মোঃ মৌজে আলী খান।

এ বিষয় নিয়ে বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল গতকাল ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় নগরীর সদর রোডে অস্থায়ী কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ সময় ষড়যন্ত্রমূলক মামলার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া উপযুক্ত কর্তৃপক্ষকে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। একই সাথে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সভায় বাংলাদেশ সম্পাদক ফোরামের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।