Home অন্যান্য গণমাধ্যম আবদুস সাত্তার খানের স্মরণে শোক সভা অনুষ্ঠিত

আবদুস সাত্তার খানের স্মরণে শোক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥

নব্বই’র গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা আবদুস সাত্তার খান এর শোক সভা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি হলে শনিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। এ সময় সর্বদলীয় ছাত্র ঐক্যের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব নাজমুল হক প্রধান, পরিচালনা করেন ছাত্র সমিতির সাবেক যুগ্ন-আহবায়ক সালেহ আহমেদ। শোক প্রস্তাব পাঠ করেন, বিপ্লবী ছাত্র সংঘের সাবেক আহবায়ক মুখলেছউদ্দিন শাহীন। প্রয়াত নেতার জীবনি তুলে ধরেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব সিরাজুমমুনীর।

বক্তৃতা করেন বাসদের আহবায়ক রেজাউর রশিদ, শহিদুল্লাহ (সাবেক সভাপতি, বাসদ ছাত্রলীগ), রাজু আহমেদ (সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র কেন্দ্র), জায়েদ ইকবাল খান (সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র ঐক্য ফোরাম), আসাদুর রহমান খান (সাবেক সাধারন সম্পাদক, জাগপা ছাত্রলীগ, সুজাউদ্দীন জাফর (সাবেক সাধারণ সম্পাদক, গনতান্ত্রিক ছাত্র ইউনিয়ন), মনসুরুল হাই সোহন (সাবেক সভাপতি, জাতীয় ছাত্রদল), বেলাল চৌধুরী (সাবেক সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট), শফি আহমেদ (সাবেক সাধারণ সম্পাদক, জাসদ ছাত্রলীগ)।

সভায় বক্তারা নিজেদের ঐক্যকে আরও সুদৃর করার আহবান জানান ও ৯০’র আন্দোলনের লক্ষ্য পুরন না হওয়ায় হতাশা ব্যাক্ত করেন। নেতৃবৃন্দ শীঘ্রই দেশের রাজনীতিতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার উপর জোর দেন। নেতৃবৃন্দ আরো বলেন, দেশ আজ লুটেরাদের দখলে, এই জন্য ৯০ সালে আমরা রক্ত দেইনি। সভার শুরুতে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সুশাসন কি প্রতিষ্ঠিত হয়েছে?

সাধারণভাবে বলা হয়, আমলাতন্ত্রের মাধ্যমেই দেশ শাসিত হচ্ছে। কিন্তু চলমান ধারার ফলাফল এবং সুদূরপ্রসারী প্রভাব কী? জরুরি প্রশ্ন, সুশাসন কি প্রতিষ্ঠিত হয়েছে? স্বীকৃত বিষয়...

গুড় বেশি খেয়ে ফেলছেন? জেনে নিন কী হয়

দখিনের সময় ডেস্ক: গুড় দিয়ে তৈরির নানা পদের আয়োজন। পিঠা, পায়েস, সন্দেশ থাকে এই তালিকায়। গুড় স্বাস্থ্যকর খাবার হিসেবেই খাওয়া হয়। তবে কোনোকিছুই বেশি খাওয়া...

ঝগড়ার সময় যে কথাগুলো বলবেন না

দখিনের সময় ডেস্ক: রেগে গেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব শব্দ ব্যবহার করি যেগুলো আসলে সম্পর্ক আরও খারাপের দিকে নিয়ে যায়। আবার ঝগড়ার সময় একটু...

আবেগ কমাতে চান?

দখিনের সময় ডেস্ক: আবেগ নিয়ন্ত্রণে রাখা মুশকিল। তবে এই গুণ থাকার অনেক সুবিধা রয়েছে। আপনার কমনীয়তা এবং আত্ম-নিয়ন্ত্রণের কারণে অন্যের কাছে প্রশংসিত হবেন। কঠিন সময়ে...

Recent Comments