• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কলমের সততা হারালে জাতি অন্ধকারে ডুববে

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ণ
কলমের সততা হারালে জাতি অন্ধকারে ডুববে
সংবাদটি শেয়ার করুন...

এইচ এম সোহেল:
সাংবাদিকতার মর্যাদা ফিরিয়ে আনতে প্রয়োজন কঠোর সম্পাদকীয় নীতিমালা, যাচাই প্রক্রিয়া, রাজনৈতিক প্রভাবমুক্ত গণমাধ্যম এবং সচেতন পাঠক সমাজ। সত্যনিষ্ঠ সাংবাদিকতাই পারে সমাজকে সঠিক পথে রাখতে। কারণ কলমের সততা হারালে জাতিও অন্ধকারে ডুবে যায়।
একসময় সাংবাদিকতা ছিল সত্য ও ন্যায়ের অটুট মঞ্চ। কিন্তু আজ যাচাইহীন তথ্য, সেনসেশন, রাজনৈতিক পক্ষপাত আর পকেট সাংবাদিকতার দৌরাত্ম্যে সেই পেশার বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। রাজনৈতিক উত্তাপে সুবিধাবাদী একদল সংবাদকর্মী সাধারণ ঘটনাকেও ‘ব্রেকিং নিউজ’ বানিয়ে বিভ্রান্তি ছড়ায়। অনেকেই বক্তব্য কাটপিস করে বা ছবি বিকৃত করে ভুয়া তথ্য ছড়িয়ে সমাজে ভুল ধারণা তৈরি করছে। জাতীয় পত্রিকায় যাচাইহীন খবর প্রকাশের পেছনে রয়েছে স্থানীয় প্রভাব, ক্ষমতার অপব্যবহার ও দ্রুত সংবাদ দেওয়ার প্রতিযোগিতা। ফলে গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।