Home বরিশাল পটুয়াখালী বিএনপি-জামায়াত আখ্যা দেবার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি-জামায়াত আখ্যা দেবার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালী বাউফল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিএনপি- জামায়াত আখ্যা দিয়ে সামাজিক ভাবে হেও করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বাউফল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ১২নং বাউফল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম। তিনি লিখিত বক্তব্যে বলেন, তিনি আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ এর ছেলে। গত ৭ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি বিপুল ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। অবহেলিত বাউফল সদর ইউনিয়নকে ঢেলে সাজানোর লক্ষ্যে ও জনগনের আশা আকাংখা পূরন করার জন্য কাজ করে যাচ্ছেন। সম্প্রতি এলাকায় কিছু অসাধু লোককে তিনি আইনের আওতায় আনার চেষ্টা করেন। সে কারনে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা তাকে বিএনপি জামায়াত আখ্যা দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন মাধ্যমে মানহানিকর কথা রটাতে থাকে। যাহা তার দৃষ্টি গোচর হওয়ায় তিনি এর প্রতিবাদ করেন। তিনি আরও বলেন, গত নির্বাচনে যেসব কেন্দ্র আওয়ামীলীগের দুর্গ হিসাবে পরিচিত সেখানে অন্য একটি দলের প্রার্থীরা জয়লাভ করে। সদর ইউনিয়নের অধিকাংশ আওয়ামীলীগ নেতা কর্মীরা দলের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে যে কারনে অন্যান্য দলের প্রার্থীরা জয়লাভ করছে। আমি আওয়ামী পরিবারের সন্তান হয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করছি। আমার কাজ দেখে ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমাকে সামাজিক ভাবে হেও করার জন্য বিএনপি জামায়াত বানানোর অপচেষ্টা অব্যাহত রেখেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আয়োজিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মৃধা, ৩নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি লুৎফর রহমান ও সদর ইউনিয়ন পরিষদের সদস্যগন সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments