Home বরিশাল পটুয়াখালী পটুয়াখালীতে বিভিন্ন দপ্তরের ১৩ কর্মকর্তাকে শোকজ

পটুয়াখালীতে বিভিন্ন দপ্তরের ১৩ কর্মকর্তাকে শোকজ

দখিনের সময় ডেস্ক

অসহযোগিতা ও দায়িত্বের অবহেলার অভিযোগে পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের ১৩ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল। তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে না- তা জানতে চেয়ে চলতি মাসের ভিন্ন ভিন্ন তারিখে নোটিশ করেন ইউএনও।

নোটিশ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্মসূচির আয়োজন করেন। ওই কর্মসূচির কথা জেনেও সরকারি কর্মকর্তা হয়েও শোকজপ্রাপ্তরা উপজেলা প্রশাসনের কর্মসূচিতে অংশ নেননি। তাই সরকারি দায়িত্ব পালনে অসহযোগিতা ও দায়িত্বের অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে না- তা জানতে চেয়ে নোটিশ করেন ইউএনও।

কারণ দর্শানোর নোটিশপ্রাপ্তরা হলেন- উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন,পল্লী বিদ্যুতের এজিএম আবুল কালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম মিয়া, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল হক, নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, প্রাথমিকের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আল-মামুন, সিপিপির সহকারী পরিচালক শাহাবুদ্দিন মিয়া, সাব-রেজিস্ট্রার মোবারক হোসেন, উপজেলা পোস্ট মাস্টার, বিটিসিএলের ইনচার্জ, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার, মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদারসহ ভিন্ন কারণে এক চিকিৎসক।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব আল তালুকদার গণমাধ্যমকে বলেন, কর্মসূচিতে আমার প্রতিনিধি ছিল। বেশি লোক হয়নি (কর্মসূচিতে) এজন্য স্যার হয়তো মাইন্ড করেছেন। তাছাড়া আমি দুই উপজেলার দায়িত্বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল গণমাধ্যমকে বলেন, আগস্ট শোকের মাস। আমাদের জাতির পিতার শাহাদতবার্ষিকী। এই শোকের মাসে কর্মকর্তাদের কর্মসূচিতে উপস্থিতি কামনা করা হয়েছিল। কিন্তু অনেকেই আসেননি। তাই তাদের সতর্ক বা সচেতন করার জন্য নোটিশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments