• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক আমাদের সময়ের প্রকাশক বকস কল্লোলের ইন্তেকাল

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ণ
দৈনিক আমাদের সময়ের প্রকাশক বকস কল্লোলের ইন্তেকাল
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দৈনিক আমাদের সময়ের প্রকাশক এস. এম. বকস কল্লোল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে কার বয়স হয়েছিলো ৫৯ বছর। মরহুমের ছেলে সৈয়দ মুকিত জানান, আজ ভোর সাড়ে ৩টায় হৃদরোগে আক্রান্ত হন। পরে রাজধানীর শমরিতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 আজ দুপুর ১২টায় দৈনিক আমাদের সময় প্রাঙ্গণে বকস কল্লোলের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হবে। তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউনিক গ্রুপ এবং নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী, নতুন ভিশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ আলী হোসেন ও এম আমানুল্লাহ। এ ছাড়া গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ারসহ এই পরিবারের সব সদস্য।
বকস কল্লোল স্ত্রী, এক ছেলে, এক ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামে।