• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই, তথ্যমন্ত্রীর শোক

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৬, ২০২৩, ২১:০৬ অপরাহ্ণ
নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই, তথ্যমন্ত্রীর শোক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই। আজ সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার সিদ্দিক বাজারে নিজ বাসায়  শেষ নি”শ্বাস ত্যাগ করেন মাসুম বাবুল। তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
প্রতিভাবান নৃত্য বিশারদ মাসুম বাবুল বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ চলচ্চিত্রে কাজ করেছেন। দীর্ঘ চার দশকের কর্মজীবনে তিনি ‘বেদের মেয়ে জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’ এবং বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন। ১৯৯৩ সালের ‘দোলা’, ২০০৮ সালের ‘কি জাদু করিলা’ ও ২০১৮ সালের ‘একটি সিনেমার গল্প’ সিনেমার নৃত্য পরিচালক হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মাসুম বাবুল।
মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তথ্যমন্ত্রী। চলচ্চিত্র অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে দীপ্যমান থাকবেন বলে মন্তব্য করেন সম্প্রচারমন্ত্রী হাছান তার শোকবার্তায়।