• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিস্ফোরণের ধরনে জনমনে সন্দেহ বাড়ছে: মির্জা ফখরুল

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৭, ২০২৩, ২১:২৭ অপরাহ্ণ
বিস্ফোরণের ধরনে জনমনে সন্দেহ বাড়ছে: মির্জা ফখরুল
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বিস্ফোরণ-অগ্নিকাণ্ডের ঘটনার ধরন প্রায় একই রকম হওয়ায় জনমনে সন্দেহ বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (৭ মার্চ)  রাজধানীর গুলিস্থানে ভবনে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায়  এই মন্তব্য করেন মির্জা ফখরুল।
শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘সারাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক। আজ মঙ্গলবার গুলিস্থানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে ৭ তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত (সন্ধ্যা) ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’
বিএনপি মহাসচিব উল্লেখ করেন, এর আগে গত রোববার ঢাকার সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়। তার আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
গত কয়েকদিনে অগ্নিকাণ্ডে ২৫ জনের অধিক লোক মারা গেছেন উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এসব অগ্নিকাণ্ডের ঘটনা ও বহু হতাহতের ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত। একইসঙ্গে এসব অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের কোনো গাফলতি আছে কি না তাও খতিয়ে  দেখা প্রয়োজন। সবগুলো অগ্নিকাণ্ডের ঘটনার ধরন প্রায় একই রকম হওয়ায় জনমনে সন্দেহ বাড়ছে। এসব ঘটনা পরিকল্পিত কি না তাও খতিয়ে দেখা প্রয়োজন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমি মনে করি এর পেছনে সরকারের গাফিলতি ও ব্যর্থতাও রয়েছে। এ সরকারের আমলে মানুষের জীবনের কোন মূল্য নেই। তাই একের পর এক ঘটনা ঘটলেও সরকার ভয়াবহ প্রাণহানির ঘটনা ঠেকাতে পারছে না। আমি সকল অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি। একইসঙ্গে ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি।’
শোকবার্তায় বিএনপি মহাসচিব নিহতদের আত্মার মাখফিরাত কামনা করেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। তিনি অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।