পটুয়াখালী পৌরশহরে হাড় কাঁপানো শীতে রাস্তাঘাটে থাকা কুকুরদের জন্য অনন্য এক সুরক্ষা উদ্যোগ নিয়েছে ‘অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী’ সংগঠন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় শতাধিক কুকুরের জন্য উষ্ণ ও আরামদায়ক বিছানা তৈরি করে স্থাপন করা হয়। সংগঠনটির সদস্যরা পাটের বস্তার মধ্যে খড়কুটো ভরে কুকুরদের জন্য বিশেষ বিছানা তৈরি করেছেন, যা শীত থেকে তাদের সুরক্ষা দেবে।
পটুয়াখালী পৌর শহরের প্রায় ১৫০টি স্থানে এই বস্তার বিছানা বিতরণ করা হয়েছে এবং অনেক কুকুর ইতিমধ্যেই এসব বিছানায় আশ্রয় নিয়েছে। অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী-এর পরিচালক আবদুল কাইউম বলেন, অতিরিক্ত শীতে কুকুরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, এমনকি কিছু কুকুরের বাচ্চাও মারা গেছে। কষ্টে থাকা কুকুরদের জন্য সামান্য হলেও উষ্ণতা দিতে এই উদ্যোগ নিয়েছি। পৌর প্রশাসক মো. জুয়েল রানা বলেন, এটি একটি ভালো উদ্যোগ, যেকোনো সময় আমরা ভালো কাজে সহযোগিতা করতে প্রস্তুত। এই উদ্যোগ শীতে পথচারী ও প্রাণীদের জন্য মানবিক সহানুভূতির নিদর্শন হিসেবে স্বাগত জানানো হয়েছে।