Home বরিশাল পটুয়াখালী পটুয়াখালীর দৃষ্টিনন্দন সড়ক, করা হয়েছে সিংগাপুরের আদলে লাইটিং

পটুয়াখালীর দৃষ্টিনন্দন সড়ক, করা হয়েছে সিংগাপুরের আদলে লাইটিং

দখিনের সময় ডেস্ক:
জরাজীর্ণ ছিল পটুয়াখালী পৌরসভা, এক সময়ে অবহেলিত। এখন সেই পৌরসভা নান্দনিক শহর হিসেবে গড়ে উঠেছে। আর্ন্তজাতিকভাবে আলোচিত হয়ে উঠেছে পটুয়াখালীর দৃষ্টিনন্দন ঝাউতলা সড়কটি। বিভিন্ন জেলার পর্যটকরা সেলফি তোলার জন্য আসছেন এই দৃষ্টিনন্দন জায়গায়। আর দেশ বিদেশের মিডিয়ায় পটুয়াখালীর উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করায় গর্বিত জেলার বাসিন্দারা।
পুরো পৌর শহর নিয়ে আসা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। নির্মল বাতাস, অক্সিজেন এবং ধুলোবালি মুক্ত রাখার জন্য সড়কের মাঝখানে এবং ফুটপাতে লাগানো হয়েছে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছ। রাতের চলাচলে সড়কের মাঝখানে এবং ফুটপাতে পর্যাপ্ত আলোর জন্য করা হয়েছে সিংগাপুরের আদলে লাইটিং। এ যেন চোখ ধাঁধানো সৌন্দর্য। গত চার বছরে এ জেলা শহরের আমূল পরিবর্তন হয়েছে। পটুয়াখালী পৌরসভা নির্মিত হয় ১৮৯২ সালে। ৩০ বর্গ কিলোমিটার নিয়ে এই শহর। বর্তমানে এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১ লাখেরও বেশি মানুষ বসবাস করে।
এই জেলা শহরের পুরনো পরিত্যক্ত খাল খনন শেষে গাছ লাগিয়ে ওয়াকওয়ে করায় সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছে। পৌর নগরীতে ঢুকতেই চোখে পড়ে ফোর লেন। দৃষ্টিনন্দন আলোকসজ্জা, শিক্ষার্থীদের চলাচল ও বাইসাইকেল ব্যবহারের জন্য রয়েছে সাইকেল লেন। পায়ে হাঁটা, প্রাতঃভ্রমণকারীদের জন্য রয়েছে ওয়াক ওয়ে জোন এবং বিশ্রাম নেওয়ার জন্য বসার বেঞ্চ।  আধুনিক পদ্ধতিতে করা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। শহরে গড়ে উঠেছে বহুতল দালান-কোঠা, বাহারি কারুকার্য খচিত ঘরবাড়ি। সড়কের মাঝখানে সবুজের সমাহার।
এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে জি ২০ শীর্ষ সম্মেলনের আয়োজক ভারত। তাই জম্মু-কাশ্মিরের উন্নয়ন দেখাতে ব্যাপক প্রচারণা চালিয়েছে মোদি সরকার। সেই প্রচারণাতেই বেধেছে বিপত্তি। শ্রীনগরের উন্নয়ন দেখাতে গিয়ে পটুয়াখালীর দৃষ্টিনন্দন সেলফি রোডের একটি ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক প্রতিবেদনে ফ্রি প্রেস কাশ্মিরের দাবি, শ্রীনগরের উন্নত বুলভার্ড রোডের বর্ণনায় যে ছবি ব্যবহার করা হয়েছে তার একটি বাংলাদেশের পটুয়াখালীর ঝাউতলার দৃশ্য। ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও ছবিটি শেয়ার করা হয়েছে। যদিও পরে সবজায়গা থেকে ছবিটি সরিয়ে ফেলেছে আয়োজক কমিটি। বর্তমানে এ ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারা বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে চলছে সমালোচনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশের অন্তর্যামী কে

এ নিয়ে কোনো দ্বিমত নেই, মূল ক্ষমতা নিজ হাতে রেখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তভাবে দেশ চালাচ্ছেন। এরপরও প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী কাদের মাধ্যমে দেশ...

পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানির অভিযোগ

দখিনের সময় ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রাজভবনে কর্মরত অস্থায়ী এক নারী কর্মচারী এই অভিযোগ এনেছেন। ইতিমধ্যেই কলকাতার হেয়ার...

রহস্যঘেরা মিল্টন সমাদ্দার, বের হচ্ছে ভয়ংকর সব তথ্য

দখিনের সময় ডেস্ক: মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর সব অপকর্মের অভিযোগ ওঠায় মিল্টন সমাদ্দারকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি...

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ছবি-ফাইল

দখিনের সময় ডেস্ক: বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে নিয়মিত এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। প্রতিদিন...

Recent Comments