Home অন্যান্য ফেসবুক কর্ণার থামলে ভালো লাগতো

থামলে ভালো লাগতো

আনিস আলমগীর:

ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্তম সম্পর্ক ছিল, দু’জন দু’জনকে প্রমোট করেছেন শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় আসেন। শেখ হাসিনার কাছ থেকে গ্রামীণফোনের মত ব্যবসা প্রতিষ্ঠানের সুযোগও নেন ডক্টর ইউনূস। কিন্তু ইয়াজউদ্দিনের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করে তিনি নিরপেক্ষতা হারান। আবার ১/১১ কালে যখন রাজনীতি নিষিদ্ধ তখন নিজে রাজনৈতিক দল খুলে ক্ষমতায় বসতে চেয়ে আওয়ামী লীগের রোষানলে পড়েন।

মনে পড়ে তখনো আমি দৈনিক আমাদের সময় পত্রিকায় আমার এক কলামে আরেক নোবেল বিজয়ী বার্ট্রান্ড রাসেলের উদাহরণ দিয়ে বলেছিলাম রাজনীতি তার কাজ নয়, তার সরে যাওয়া উচিত, যদিও তার পেছনে তখন অনেক মধু লোভী সুশীল জুটে গিয়েছিল। তার তখনকার ভক্ত সাবেক মেয়র আনিসুল হক ওই পরিস্থিতিতে তিনি কীভাবে সম্মানজনকভাবে পিছু হটতে পারেন সেই পরামর্শ নিয়েছিলেন আমি সহ বিভিন্ন টেলিভিশনের বার্তা প্রধান এবং কয়েকটি দৈনিকের সম্পাদককে গুলশান ক্লাবে ডিনারে ডেকে। ডক্টর ইউনূসের হুঁশ ফিরে এসেছিল, তিনি বিদায় নিয়েছিলেন রাজনীতি থেকে।

কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ককে আরো জটিল করে তোলে দলটির মধু খাওয়া, সুযোগসন্ধানীদের কেউ কেউ। শোনা যায় এক মহিলা মন্ত্রীর আইনজীবী স্বামী এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। ডক্টর ইউনূসের অনিয়মের সুযোগ পেয়ে, সরকার এখন তাকে ছাড় দিচ্ছে না, আর ১০ জন নাগরিকের মতোই তাকে ট্রিট করছে আর উনি খুঁজে বেড়াচ্ছেন বিদেশী সমর্থন।

মনে হচ্ছে, লেবার কোর্টে মামলা খেয়ে সেটা জোরালোভাবে মোকাবেলার পরিবর্তে তার ওপর আগে থেকে সরকারের যে ‘আক্রোশ’ সেটাকে পুঁজি করে বোকা জনগণের সেন্টিমেন্ট আদায়ে লিপ্ত আছেন ইউনুস সাহেব। এই ঠেলাঠেলি কবে থামবে জানিনা, তবে খুব বিরক্তি লাগছে। দুই পক্ষের বাড়াবাড়ি সীমাহীন। থামলে ভালো লাগতো।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ছোটবেলার যৌন হেনস্তার শিকার হয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়

দখিনের সময় ডেস্ক: মিটু বিতর্ককে উসকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন শৈশবে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। নারীর প্রতি যৌন...

একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বাইডেন

দখিনের সময় ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একবার আত্মহত্যা করেতে চেয়েছিলেন। বিখ্যাত মার্কিন সাংবাদিক হাওয়ার্ড স্টার্নকে সম্প্রতি দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেছেন...

ভারতীয় মশলায় ক্যানসারের উপাদান

দখিনের সময় ডেস্ক: ক্যানসার-সৃষ্টিকারী উপাদানের উচ্চ-মাত্রার উপস্থিতি মেলায় ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেসের গুঁড়া মসলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং এবং সিঙ্গাপুর। এই নিষেধাজ্ঞার...

বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

নয়ন সিকদা, বাউফল প্রতিনিধি শনিবার সকাল ৮টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার সালাত অনুষ্ঠিত হয়েছে। সহস্রাধিক মুসুল্লির সঙ্গে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ...

Recent Comments