Home খেলাধূলা ইতিহাস গড়ে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ

ইতিহাস গড়ে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ

দখিনের সময় ডেস্ক:

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও মুর্শিদা খাতুনের দারুণ ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পাশাপাশি তাদের মাটিতে তাদেরকেই হারিয়ে ইতহাস গড়ল বাংলাদেশের মেয়েরা।জ্যোতি-মুর্শিদার ঝোড়ো ব্যাটিংয়ে টাইগ্রেসরা প্রথমে ব্যাট করে ১৪৯ রানের বড় স্কোর গড়ে। বাকি দায়িত্ব ছিল বোলারদের ওপর। সেখানে ‘গোল্ডেন এ প্লাস’ পেয়েছেন স্বর্ণা আক্তার। তার ৫ শিকারে প্রোটিয়াদের ইনিংস থেমেছে ১৩৬ রানে। ফলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টাইগ্রেসদের কাছে হেরে গেল ১৩ রানে। একইসঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা জয় দিয়ে শুরু করল বাংলাদেশ।

এর আগে ২০১২ সালে মিরপুরে প্রথমবারের মতো প্রোটিয়াদের হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের সেই জয়ের পর আর দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। সবমিলিয়ে দু’দলের মুখোমুখি দেখায় ১১ টি-টোয়েন্টির ১০টিতেই জয় পেয়েছিল প্রোটিয়ারা। তাই আজকের জয়টি সব দিক থেকে দারুণ কিছু জ্যোতি-স্বর্ণাদের জন্য। বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি নিয়ে নেমেছিল। ওই সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই জয় পেয়েছিল জ্যোতির দল। ফলে দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমে টস জিতে বাংলাদেশ অধিনায়ক আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তার সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে দারুণ শুরুে এনে দেন ওপেনাররা। শেষ পর্যন্ত মুর্শিদা খাতুনের অপরাজিত ৬২ এবং অধিনায়ক জ্যোতির ঝোড়ো ৩৪ রানে ভর করে বাংলাদেশ প্রোটিয়াদের ১৫০ রানের লক্ষ্য ছুড়ে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিকরাও উড়ন্ত সূচনা পায় দুই ওপেনারের ব্যাটে। ওপেনিং জুটিতে প্রোটিয়া অধিনায়ক তাজমিন ব্রিটস ও অ্যানিকে বখ পাওয়ার প্লের ৬ ওভারে উইকেটশূন্য ৫০ রান তোলেন। বাংলাদেশি বোলারদের চাপের ‍মুখে রেখে তাদের সেই জুটি টিকে দলীয় ৬৯ রান পর্যন্ত। ব্রিটসকে ব্যক্তিগত ৩০ রানে ফিরিয়ে টাইগ্রেসদের প্রথম ব্রেকথ্রু এনে দেন রাবেয়া খান। মাত্র তিন রানের ব্যবধানে সফরকারীদের আবারও আনন্দের উপলক্ষ্য এনে দেন ফাহিমা খাতুন। তিন নম্বরে নামা অ্যানারি ডার্কসেনকে ব্যক্তিগত ১ রানেই বোল্ড করে দেন এই লেগ-স্পিনার। ৬৯ রানের আগপর্যন্ত উইকেট না হারানো প্রোটিয়ারা ৭২ রানে ২ উইকেট হারায়।
এরপর বাংলাদেশ ম্যাচে ফেরার এই সুযোগকে দারুণভাবে কাজে লাগায়। প্রোটিয়াদের যে ব্যাটারই আক্রমণাত্মক হওয়ার চেষ্টা চালিয়েছেন, তারই লাগাম টেনে ধরেছেন স্বর্ণা। সুনে লুসকে ব্যক্তিগত ১৮ রানে ফেরান তিনি। এরপর এক রানের ব্যবধানে আরও দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষদিকে বাংলাদেশের গলার কাঁটা হতে পারতেন কেবল ওপেনার বখ। তাকে লতা মন্ডলের তালুবন্দি করে বাংলাদেশকে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ এনে দেন স্বর্ণা। এর আগে বখ ৪৯ বলে ৯ চার ও এক ছয়ে ৬৯ রান করেন।
এই ওপেনারের বিদায়ে বাংলাদেশ তখনই জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল। বাকি ছিল খাতা-কলমের কিছু হিসাব। যা স্বাগতিক টেল-এন্ডাররা মেলাতে পারেননি। ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ১৩৬ রান পর্যন্ত যেতে পারে। আর বাংলাদেশ তাদের মাটিতে প্রথম এবং টি-টোয়েন্টিতে দ্বিতীয় জয়ের আনন্দে মাতে।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেছেন স্বর্ণা। এছাড়া নাহিদা খাতুন, ফাহিমা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট পেয়েছেন। এর আগে প্রথমে ব্যাট করা বাংলাদেশ শুরু থেকে ইতিবাচক ছিল। মাঝে প্রোটিয়াদের কেবল দুবার সুখকর মুহূর্ত এনে দেন বোলাররা। বাংলাদেশ দলীয় ৪৪ এবং ৮৩ রানে দুই ব্যাটারকে হারালেও, বাকি নিয়ন্ত্রণ ছিল জ্যোতি-মুর্শিদার হাতে। মুর্শিদা ৫৯ বলের ইনিংসে ৬ চার ও একটি ছক্কায় ৬২ রান করেন। তাকে যোগ্য সঙ্গ দেওয়া জ্যোতি ছিলেন আরও বিধ্বংসী। ২১ বলে তিনি ৬টি চারের বাউন্ডারিতে ৩৪ রানে অপরাজিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ক্ষমতা এখন ওসিদের হাতে

আমলাতন্ত্র বলতে সাধারণত প্রশাসন ক্যাডার বোঝায়। আর বৃহত্তর পরিসরে শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য খাতের ক্যাডারদের অন্তর্ভুক্ত করলে, পুলিশ ও অন্যান্য শাখাকে বিবেচনায় নিলে আমলাতন্ত্রের...

শের-ই-বাংলা মেডিকেল রোগী থাকে টয়লেটের সামনে বিছানায়, পরিচালকের স্বার্থে ব্যাংকের জন্য দুটি রুম

দখিনের সময় ডেস্ক: রোগীর চাপ সামলাতে ২০২২ সালের ১১ ডিসেম্বর নির্মাণাধীন নতুন ভবনে মেডিসিন ইউনিট স্থানান্তর করা হয়। ওই ভবনেও মেঝে, বারান্দা ও টয়লেটের সামনে...

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলাপ-আলোচনা হবে: জনপ্রশাসনমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: জনপ্রশাসনমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে বয়সসীমা নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব।...

শেষ মুহূর্তে আটকে গেল এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের বদলি প্রক্রিয়া

দখিনের সময় ডেস্ক: সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও বদলি হতে পারবেন এমন উদ্যোগ নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করে...

Recent Comments