• ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৩, ২৩:১৭ অপরাহ্ণ
রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মনিরুল ইসলাম নামের ওই বিএনপি নেতা জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক ছিলেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে তিনি মারা যান।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ জানান, বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গত ৭ নভেম্বর থেকে কারাগারে ছিলেন মনিরুল। আজ সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ বলেন, হাসপাতালে আনার আগেই মনিরুল মারা যান। বেলা ১১টায় তাকে জরুরি বিভাগে আনা হয়েছিল। রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন দাবি করেন, মনিরুলের স্বাভাবিক মৃত্যু হয়নি। তিনি মনিরুলের মৃত্যুর যথাযথ তদন্ত দাবি করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তার মৃত্যুর ঘটনায় রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।