দখিনের সময় ডেস্ক:
শিক্ষক-কর্মকর্তাসহ মোট ৫৮টি পদের নিয়োগ দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত ২ ডিসেম্বর সম্পন্ন করা এই নিয়োগে বানিজ্যের খোলামেলা অভিযোগ রয়েছে। আর এব কিছুকে ছাপিয়ে আলোচনায় উঠে এসছে পিতার ক্ষমতা অপব্যবহার করে পুত্রকে নিয়োগ দেবার বিষয়টি।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগপ্রাপ্ত ৫৮ জনের মধ্যে একজন হচ্ছেন উপাচার্য অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্তের ছেলে শাওন চন্দ্র সামন্ত তনু। এ নিয়োগে যোগ্যতা নিরূপণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগও করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
এদিকে সূত্র বলছে, কেবল ভিসি অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্তের পুত্রের নিয়োগ নয়, পুরো নিয়োগের বিষয়টি নিয়েই তদন্ত হওয়া প্রয়োজন। একই সুত্র বলছে, নিয়োগের অনেকটাই নিয়ন্ত্রB করেছেন পটুয়াখালির মেয়র মহিউদ্দিণ। বিষয়টি উপেনসিক্রেট।