মাধ্যমিকে বই সংকটেই শুরু শিক্ষাবর্ষ, বঞ্চিত অর্ধকোটি শিক্ষার্থী
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নতুন বছর মানেই নতুন বইয়ের অপেক্ষা, কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্য ভেঙে গেছে। প্রাথমিক স্তরের বই বিতরণ সম্পন্ন হলেও মাধ্যমিক পর্যায়ের প্রায় সাড়ে পাঁচ কোটি বই না থাকায় নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে বড় ধরনের ঘাটতি নিয়ে। ফলে নতুন বই ছাড়াই ক্লাসে যেতে হচ্ছে দেশের প্রায় অর্ধকোটি শিক্ষার্থীকে।
এনসিটিবির তথ্য অনুযায়ী, মাধ্যমিক স্তরের মোট চাহিদার বিপরীতে ১ জানুয়ারি পর্যন্ত বই ছাপা হয়েছে প্রায় ৭৫ শতাংশ। তবে এই তথ্য নিয়েই তৈরি হয়েছে বিভ্রান্তি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেখানে ৮৩ শতাংশ বই বিতরণের দাবি করেছেন, সেখানে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) বলছেন প্রায় ৭২ শতাংশ। মাঠপর্যায়ের চিত্র আরও ভিন্ন—অনেক স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ১২টি বইয়ের মধ্যে মাত্র ২ থেকে ৪টি বই দেওয়া হয়েছে। বিশেষ করে অষ্টম শ্রেণিতে বই ছাপার হার সবচেয়ে কম, যা নিয়ে এনসিটিবির ভেতরেই প্রশ্ন উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে কোটি কোটি বই ছাপার পরিসংখ্যানকে অবিশ্বাস্য বলছেন সংশ্লিষ্টরা।
বই না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা পড়েছেন চরম সংকটে। অনেক জায়গায় পুরোনো বই দিয়েই পাঠদান চালানো হচ্ছে। সরকার বলছে, যেসব শিক্ষার্থী বই পায়নি তারা এনসিটিবির ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে এবং আগামী ১৫ জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণ সম্পন্ন হবে। তবে জেলা পর্যায়ের শিক্ষা অফিসগুলোর তথ্য বলছে, এখনো ২৫ থেকে ৪০ শতাংশ বই পৌঁছায়নি। দরপত্র প্রক্রিয়ার জটিলতা ও অনিয়মের অভিযোগের খেসারত শেষ পর্যন্ত গুনতে হচ্ছে মাধ্যমিকের শিক্ষার্থীদেরই।