Home বরিশাল পটুয়াখালী ঝুঁকিতে পটুয়াখালীর মেয়র মহিউদ্দিন, বাতিল হতেপারে মনোনয়নপত্র

ঝুঁকিতে পটুয়াখালীর মেয়র মহিউদ্দিন, বাতিল হতেপারে মনোনয়নপত্র

মশিউর রহমান তাসনিম:
মনোনয়ন নিয়ে ঝুঁকিতে আছেন পটুয়াখালীর বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ। ঋণ খেলাপী হওয়ার কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল হতেপারে। সূত্রমতে, এ আশংকার কারণেই তিনি তার বড় ভাই এবং স্ত্রীকে দিয়েও মেয়রপদের জন্য মনোনয়নপত্র দাখিল করিয়েছেন। ফলে, টক অফ দ্যা কান্ট্রি হয়েগেছে পটুয়াখালীতে মেয়র পদের জন্য স্বামী-স্ত্রী ও ভাই প্রার্থী হওয়ার বিষয়টি।
মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) পটুয়াখালী জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রথমে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ। এরপর তার বড় ভাই আবুল কালাম আজাদ ও তার স্ত্রী মার্জিয়া আক্তার জমা দেন মনোনয়নপত্র। কিন্তু বড় ভাই ও স্ত্রীকে দিয়ে মনোনয়নপত্র দাখিল করিয়েও মেয়র মহিউদ্দিনের বিপদ কাটেনি বলে জানাগেছে। কারণ তার বড় ভাই আবুল কালাম আজাদও ঋণ খেলাপী।
সূত্র বলছে, পটুয়াখালীর বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ও তার বড় ভাই আবুল কালাম আজাদ ঋণ খেলাপী হবার বিষয়টি জানিয়ে পদ্মা ব্যাংক পটুয়াখালী শাখার সিনিয়র অফিসার ও শাখা অপারেশন ম্যানেজার শাহিনুর আক্তার জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে পত্র দিয়েছেন। ১৫ ফেব্রুয়ারির উল্লেখিত পত্রে বলা হয়েছে, “আসন্ন মেয়র নির্বাচনে সম্ভব্য মেয়র পদপ্রার্থী পদ্মা ব্যাংক লিমিটেড, পটুয়াখালী শাখার গ্রাহক আবুল কালাম আজাদ, প্রোপাইটার মেসার্স আবুল কালাম আজাদ হিসাবে জামিনদার জনাব মহিউদ্দিন আহম্মেদ প্রার্থী থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি।”
উল্লেখ্য, মেয়র মহিউদ্দিনের পরিবার থেকে তিনজন ছাড়াও পটুয়াখালির মেয়র পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডা. মো. শফিকুল ইসলাম, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. এনায়েত হোসেন ও নাসির উদ্দিন খান। কাউন্সিলর পদে মনোনয়পত্র দাখিল করেছেন ৫৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ছোটবেলার যৌন হেনস্তার শিকার হয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়

দখিনের সময় ডেস্ক: মিটু বিতর্ককে উসকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন শৈশবে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। নারীর প্রতি যৌন...

একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বাইডেন

দখিনের সময় ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একবার আত্মহত্যা করেতে চেয়েছিলেন। বিখ্যাত মার্কিন সাংবাদিক হাওয়ার্ড স্টার্নকে সম্প্রতি দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেছেন...

ভারতীয় মশলায় ক্যানসারের উপাদান

দখিনের সময় ডেস্ক: ক্যানসার-সৃষ্টিকারী উপাদানের উচ্চ-মাত্রার উপস্থিতি মেলায় ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেসের গুঁড়া মসলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং এবং সিঙ্গাপুর। এই নিষেধাজ্ঞার...

বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

নয়ন সিকদা, বাউফল প্রতিনিধি শনিবার সকাল ৮টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার সালাত অনুষ্ঠিত হয়েছে। সহস্রাধিক মুসুল্লির সঙ্গে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ...

Recent Comments