বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের এসি অধ্যক্ষের বাসায়
দখিনের সময়
প্রকাশিত মে ৩০, ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
মামুনুর রশীদ নোমানী, অতিথি প্রতিবেদক :
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ এহতেশামুল হকের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ দীর্ঘদিনের। এর মধ্যে কলেজের এসি ব্যবহার করছেন নিজ বাসভবনে। অথচ শিক্ষকরা গরমে অতিষ্ঠ। বিষয়টি টক অফ দ্যা টাউনে পরিণত হয়েছে।
মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ এহতেশামুল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ লোপাট, দুর্ব্যবহারসহ নানা অভিযোগ অনেক পুরনো। তাঁর আচরণ ও কর্মকান্ডে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ,শিক্ষার্থী ও অভিভাবকরা অতিষ্ঠ। অধ্যক্ষ এহতেসামকে অপসারণ ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে সংশ্লিষ্ঠ সকলেই। সূত্রমতে, মাউশি, শিক্ষা বোর্ড, প্রশাসনসহ কলেজের সকলেই তার আচরনে বিরক্ত।
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজটিকে অধ্যক্ষ এহতেসাম নিজের সম্পত্তি মনে করে ব্যবহার করছেন। এছাড়া কলেজের বেতনভুক্ত কর্মচারী কুলসুমকে দিয়ে নিজের বাসায় কাজের বুয়ার কাজ করাচ্ছেন। এভাবেই কলেজের গাড়িটি পারিবারিকভাবে ব্যবহার করছেন। গাড়িটিতে বাসার বাজার,শশুরবাড়ির লোকজনও ব্যবহার করছেন।কলেজের বিদ্যুৎ দিয়ে কলেজের অভ্যান্তরে অধ্যক্ষের নিজস্ব কলেজ এ্যাভিনিউর বাসার গ্রীল নির্মানসহ অন্যান্য বৈদ্যুতিক কাজ করিয়েছেন। কেউ প্রতিবাদ করলে চাকুরি খেয়ে ফেলার হুমকি, এসিআর খারাপ করে দেবার হুমকি দেন। যদিও এসব অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ এহতেসাম বলেছেন, এসব অভিযোগ অসত্য।