ওপার বাংলার সিনেমায় ঢালিউড অভিনেত্রী পরীমণির অভিষেক হতে চলেছে শুক্রবার (১৭ জানুয়ারি), দেবরাজ সিনহা পরিচালিত ছবি ‘ফেলুবক্সী’ দিয়ে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি, যা তাঁর ক্যারিয়ারে বিশেষ গুরুত্ব বহন করে। তবে এই আনন্দঘন মুহূর্তেও পরীমণি ভিসা জটিলতায় কলকাতায় ছবির প্রিমিয়ারে যোগ দিতে পারছেন না।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে নিজের আক্ষেপ প্রকাশ করে পরীমণি লেখেন, “আমার প্রথম কলকাতার ছবি মুক্তি পাচ্ছে, যা আমার জন্য ভীষণ স্পেশাল। কিন্তু মন ভীষণ খারাপ। ভিসা না পাওয়ায় যেতে পারছি না। খুব মিস করছি দেব সিনহা, অদিতি বোস, সোহম চক্রবর্তী, মধুমিতাকে। ডানা কাটা পরীর মতোই আটকে আছি!” তিনি আরও জানান, ছবির রহস্যময় প্লটে তাঁর চরিত্রটি দর্শকদের চমকে দেবে।
‘ফেলুবক্সী’র ট্রেলার ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তৈরি করেছে। এটি তিনটি হত্যাকাণ্ড নিয়ে নির্মিত রহস্যে ঘেরা একটি গল্প, যেখানে প্রতিটি হত্যার সঙ্গে অন্যটির যোগসূত্র রয়েছে। পরীমণির চরিত্রকে ঘিরে সেই রহস্য কতটা গভীর তা জানার জন্য আর কিছু সময়ের অপেক্ষা। “কলকাতায় যেতে পারিনি, কিন্তু আশা করছি আমার লাবণ্যকে দর্শকরা কাছের প্রেক্ষাগৃহে দেখতে আসবেন,” বলে ভক্তদের ভালোবাসার অপেক্ষায় রইলেন পরীমণি।