• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সামনে অনেক লড়াই বাকি: জামায়াত আমীর

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ণ
সামনে অনেক লড়াই বাকি: জামায়াত আমীর
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, লড়াই এখনও শেষ হয়নি। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য অনেক লড়াই এখনও আমাদের সামনে রয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় তিনি একথা বলেন। জামায়াতের আমীর বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। এই জাতি ঐক্যবদ্ধ হয়ে আগামীর সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবে।
জামায়াতের আমির বলেন, আগামী নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি যেন আমাদের ভোটের অধিকার আবারো কেড়ে নিতে না পারে । এখন থেকে হাত মজবুত করতে হবে। আমরা সাধারণ কোনো প্রাণী নই যে টাকার কাছে বিক্রি হবো। মানুষ দেশের শাসন ক্ষমতায় ক্লিন হার্ট মানুষ দেখতে চায় বলেও জানান তিনি। জামায়াত ক্ষমতায় গেলে তারা কখনোই দেশের মালিক হবে না বলেও জানান তিনি।