পঞ্চগড়ের জনগণ চাইলে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সারজিস জানান, জুলাই ঘোষণাপত্র শিগগিরই দেশের মানুষের সামনে আসবে, যেখানে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন রূপায়িত হবে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্টবিরোধী অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্মের ওপর এখন মানুষের আস্থা বেড়েছে। জনগণ যদি চান, তাদের প্রতিনিধি হয়ে তরুণরা সংসদে যাবে।
সারজিস বলেন, স্বচ্ছ নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থার স্বপ্ন বাস্তবায়ন করতে নতুন ভোটার তালিকা, নির্বাচন কমিশন সংস্কার, বিচার ব্যবস্থা পুনর্গঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পুনঃস্থাপন জরুরি। তবে, ছয় মাসের মধ্যে এসব করা কঠিন হবে। তিনি পঞ্চগড়ের বৈষম্যের প্রসঙ্গ তুলে বলেন, বিগত ১৬ বছরে এ অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পঞ্চগড়ের মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি এবং তার সংগঠন কাজ করবে।
এ সময় সারজিস আরও জানান, পঞ্চগড়ের মানুষকে সংগঠিত করে অন্যায়-অনিয়ম প্রতিরোধে একটি গ্রুপ গঠন করা হবে। দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে। তার সংগঠনের মাধ্যমে পঞ্চগড়ের প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলবে। শুক্রবার প্রায় দুই হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে তিনি এ কার্যক্রম শুরু করেন।