• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের নবীন-বরণ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ১৯:৪২ অপরাহ্ণ
বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের নবীন-বরণ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রোববার সকাল ১০ টায় বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট এর মাঠ প্রাঙ্গণে নবীন-বরণ ও ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয় । পলিটেকনিক এর ডিপ্লোমা পর্যায়ের ১ম সেমিস্টার এর সকল ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত করা হয় । উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল কারিগরি শিক্ষা অধিদপ্তর এর জুগ্ন সচিব ও আঞ্চলিক পরিচালক – জনাব মোঃ আবুল ফজল মীর এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী – মোঃ শহীদুল ইসলাম । অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ – প্রকৌশলী মোঃ রুহুল আমিন । এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল নতুন শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশে অন্তর্ভুক্ত করে তাদের সঠিক দিকনির্দেশনা প্রদান করা ।
অনুষ্ঠানের শুরু হয় কুরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে । এর পর অনুষ্ঠানের প্রথম দিকে বক্তব্য পেশ করেন বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ রুহুল আমিন স্যার । তার বক্তব্যে তিনি নতুন ছাত্র-ছাত্রীদের পলিটেকনিক এর বিশেষ কিছু নিয়মাবলীর সাথে পরিচয় করিয়ে দেন । সে নতুন শিক্ষার্থীদের আরও বলেন- জারা আগেই বই কিনে অধ্যয়ন করা শুরু করেছে তারা অবশ্যই এগিয়ে রয়েছে, এখন যারা বই কিনে অধ্যয়ন করা শুরু করবে শুধু তারাই পলিটেকনিক এর সাথে খাপ খাইয়ে চলতে পারবে এবং প্রতিনিয়ত ক্লাস এ অংশগ্রহণ না করলে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না । তার বক্তব্যে পলিটেকনিক কলেজে পরা মাধ্যমে যে সুযোগ গুলো পাওয়া যায় সে সম্পর্কে ধারনা দেন । তার বক্তব্য শেষে নতুন শিক্ষার্থীরা, নতুন শিক্ষার্থীদের অভিভাবকরা এবং পুরাতন শিক্ষার্থীদের বক্তব্যের পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য পেশ করেন । এবং তারাও তাদের ভাষায় নতুন শিক্ষার্থীদের টিকে থাকার উপায় দিকনির্দেশনা প্রদান করেন । এবং এর পরে অনুষ্ঠানটির মুল কাজ শেষ হয়ে যায়।
পরবর্তী পর্যায়ে কর্তৃপক্ষরা প্রত্যেক ট্রেড থেকে শিক্ষার্থীদের চার ভাগে ভাগ করে দেন । এর পর প্রত্যেক ট্রেড এ চার জন করে স্যার দিয়ে দেন, যারা পরবর্তীতে চার ভাগে বিভক্ত শিক্ষার্থীদের সশরীরে নির্ধারিত ক্লাসে নিয়ে বিস্তারিত আলোচনা করেন । এবং এভাবেই সুশৃঙ্খল ভাবে শেষ হয়ে যায় বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের নতুন শিক্ষার্থীদের নবীন-বরণ ও ওরিয়েন্টেশন সভা ।