• ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইল সেবা গ্রহন কারিদের জন্য সুখবর

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫, ১৭:১২ অপরাহ্ণ
মোবাইল সেবা গ্রহন কারিদের জন্য সুখবর
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মোবাইল সিমকার্ড ও ইন্টারনেট সেবার ওপর নতুন করে আরোপিত সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে ভোক্তাদের খরচ বাড়ার যে শঙ্কা ছিল, তা দূর হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ডিজিটালাইজেশন কার্যক্রম অব্যাহত রাখতে ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম গড়ে তুলতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মোবাইল ফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ আর বাড়ছে না।
এর আগে, চলতি মাসের শুরুতে ব্রডব্যান্ড সেবায় ১০ শতাংশ এবং মোবাইল সেবায় অতিরিক্ত ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ কারণে ১০০ টাকার রিচার্জে কর বেড়ে ৫৬ টাকার বেশি হয়ে যেত এবং ব্রডব্যান্ড সেবার গ্রাহকদেরও গুনতে হতো উল্লেখযোগ্য অতিরিক্ত খরচ। তবে অপারেটর ও গ্রাহকদের আপত্তি বিবেচনায় এনবিআর শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল, যা গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর।