ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট গণযোগাযোগ ও সাংবাদিকতা অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। গত ৬ মার্চ ইফতার কেনার জন্য ঢাকা ক্লাবে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পর নিউরো আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হলেও শেষরক্ষা হয়নি। শুক্রবার বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।
১৯৫৩ সালের ২৬ অক্টোবর ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করা অধ্যাপক আরেফিনের পৈতৃক বাড়ি ছিল নরসিংদীর রায়পুরায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১৯৮০ সালে প্রভাষক হিসেবে যোগ দিয়ে, মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি। ২০০৯-২০১৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পরও তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। শিক্ষাজীবনে যেমন নিষ্ঠা দেখিয়েছেন, তেমনি সামাজিক দায়িত্ববোধের জায়গায়ও ছিলেন অগ্রগামী। অধ্যাপক আরেফিন সিদ্দিকের চলে যাওয়া শিক্ষাঙ্গন ও গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর অবদান, ব্যক্তিত্ব ও আদর্শ আগামীর প্রজন্মকে পথ দেখাবে।