• ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাস

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২০, ২০২৫, ১৫:২৩ অপরাহ্ণ
নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাস
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন সংশোধনীতে বলাৎকার ও বিয়ের প্রলোভনে ধর্ষণের সংজ্ঞায় কিছু পরিবর্তন আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকারি প্রকল্পে শতভাগ ই-টেন্ডার বাধ্যতামূলক করা হয়েছে। আগে ৬৫ শতাংশ অনলাইন টেন্ডার কার্যকর ছিল, এখন থেকে সব সরকারি কাজই ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। পাশাপাশি, এবার চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া, ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং চালুর বিষয়েও তথ্য দেন শফিকুল আলম। তিনি জানান, এতদিন এই প্রক্রিয়া দিল্লিতে হতো, তবে এখন থেকে বাংলাদেশেই অস্ট্রেলিয়ার ভিসা প্রসেস করা হবে বলে নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।