আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। নতুন করে পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন দেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২০ মার্চ) ইসি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, ভোটকেন্দ্র স্থাপন ও নির্বাচন প্রস্তুতির নানা দিক নিয়ে আলোচনা হয়।
এদিকে, ইসি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, ভোটার সংখ্যা, ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে নির্বাচনী সীমানা নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে ৬৪ জেলা থেকে প্রায় ৪০০টি আবেদন জমা পড়েছে। অনেকেই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যেতে চান। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কমিশন।