দেশের তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনারদের চলতি মার্চ মাসের বেতন ও অবসর ভাতা আগেভাগে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২০ মার্চ) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে জানায়, ২৩ মার্চের মধ্যেই ব্যাংকারদের বেতন পরিশোধ করতে হবে।
সরকারি পঞ্জিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ কারণে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সামরিক বাহিনীর সদস্যদের বেতন ও পেনশন আগেভাগে পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায়, ব্যাংকগুলোকেও তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে। দ্রুত বেতন-ভাতা পরিশোধের জন্য তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।