ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপি নয়, নিয়মে ফিরছে ইসি
দখিনের সময়
প্রকাশিত মার্চ ২০, ২০২৫, ১৬:২৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ভোটকেন্দ্র স্থাপনে আর ডিসি-এসপিদের নিয়ে কমিটি থাকছে না। নির্বাচন কমিশন (ইসি) আগের নিয়মে ফিরে গিয়ে নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমেই কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, আওয়ামী লীগ সরকারের সময় নিবন্ধিত ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্তও চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। তবে, নতুন করে পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কমিটি।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের তালিকা প্রস্তুত এবং সার্বিক তদারকি নিয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সভার নেতৃত্ব দেন।
ইসি জানিয়েছে, ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান এবং প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখে নতুনভাবে সীমানা নির্ধারণ করা হবে। ইতোমধ্যে ৬৪ জেলা থেকে প্রায় ৪০০ আবেদন জমা পড়েছে, যেখানে অনেকে ২০০৮ সালের আগের সীমানায় ফেরার দাবি জানিয়েছেন। ইসি আগামী ডিসেম্বরের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করেছে এবং সেই অনুযায়ী সকল প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।