চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, বাড়ছে বাণিজ্যের দুয়ার
দখিনের সময়
প্রকাশিত মার্চ ২০, ২০২৫, ১৬:০৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরকে কেন্দ্র করে বাংলাদেশ-চীন বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীন বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানির আগ্রহ প্রকাশ করেছে, যা ব্যবসার পরিধি আরও প্রসারিত করবে।
এ সফরে বাংলাদেশ চীনের স্বাস্থ্যখাতে বিনিয়োগের ওপর জোর দেবে বলেও জানান তিনি। দেশটির হেলথকেয়ার প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আকর্ষণে প্রধান উপদেষ্টা আলোচনা করবেন। এরই মধ্যে চীন কুনমিংয়ে চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য বিশেষভাবে বরাদ্দ করেছে, যা দ্বিপাক্ষিক স্বাস্থ্য সহযোগিতাকে আরও এগিয়ে নেবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদের বৈঠকে পাস হয়েছে। এতে বলাৎকার ও বিয়ের প্রলোভনে ধর্ষণের সংজ্ঞায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে।